নয়টি ব্যাংকে এক কোটি টাকার বেশি চেক ক্লিয়ারিং বন্ধ হয়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সাতটি ব্যাংক দীর্ঘদিন ধরে চলতি হিসাবে ঋণাত্মক অবস্থায় ছিল। তবুও বাংলাদেশ ব্যাংক তাদের অতিরিক্ত সুবিধা দিয়ে আসছিল। তবে এখন এই ব্যাংকগুলোর চেক অন্য ব্যাংকে ক্লিয়ার করা বন্ধ হয়েছে।
এই ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে মৌখিক নির্দেশনার ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে বুধবার থেকেই এই প্রক্রিয়া কার্যকর করা হয়।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, “বুধবার সকাল থেকেই এই নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।”
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংক কোনো নির্দেশনা দেয়নি। তবে কিছু ব্যাংক হয়ত তাদের নিজস্ব কারণে এক কোটি টাকার বেশি চেক ক্লিয়ার করছে না।”
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে চলতি হিসাবে ঋণাত্মক থাকলেও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে গ্রুপগুলোকে সুবিধা দেওয়া হয়েছিল। তবে, এই ব্যাংকগুলোর পর্যাপ্ত টাকার অভাবে অন্য ব্যাংকে চেক ক্লিয়ারিং করতে পারছে না।
এছাড়া, পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংকে চলতি হিসাবে ঘাটতি না থাকলেও, তারা কেন্দ্রীয় ব্যাংকে সিআরআর এবং এসএলআর সংরক্ষণ করতে ব্যর্থ হওয়ায় একই নির্দেশনার আওতায় আনা হয়েছে।