ডেস্ক রিপোর্ট :
জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় ছেলেসহ এক ভারতীয় ধনকুবের নিহত হয়েছেন। তারা হলেন- হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে মোট ছয় জন যাত্রী ছিল যারা সবাই মারা গেছেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, হরপাল একজন ধনী ব্যবসায়ী ছিলেন।
রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে। খবরে বলা হয়েছে, জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম।