ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইটি শস্য গুদাম ধ্বংস হয়েছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সোমবার রাতে রাশিয়া ওডেসা বন্দরে ১৯টি ড্রোন, ২টি অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং কালিবর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাদের দাবি, তারা ১৯টি শাহেদ ক্ষেপণাস্ত্রের সবক'টি এবং ১১টি কালিবর ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। তবে তারা জানায়, ওডেসা বন্দরে রাশিয়ার হামলায় সেখানের অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে।
ওডেসা বন্দর ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে একটি। এটি থেকে ইউক্রেনের বেশিরভাগ রপ্তানি পণ্য রপ্তানি করা হয়।
রাশিয়ার এই হামলায় বিশ্বব্যাপী খাদ্য সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেন বিশ্বের শীর্ষ পাঁচটি শস্য রপ্তানিকারক দেশের মধ্যে একটি। রাশিয়ার আক্রমণের কারণে ইউক্রেনের শস্য রপ্তানি ব্যাহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হামলাকে "যুদ্ধ অপরাধ" হিসেবে অভিহিত করেছেন।