ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ,দিঘলিয়া ->>
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ৯ আগস্ট সরাসরি সংযুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে আজ ৭ আগস্ট সোমবার বিকাল ৩টায় দিঘলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।
নির্বাহী অফিসার জানান, আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অন্যান্য উপজেলার সঙ্গে দিঘলিয়া উপজেলার মোট ৬৬ টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করবেন। ইতিপূর্বে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্বের (দ্বিতীয় ধাপের) অধীন দিঘলিয়া উপজেলার ৩১৫ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোন লোক ভূমিহীন গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, সরকারি প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রানা মোল্লা, প্রচার সম্পাদক সালাউদ্দিন মোল্লা, কার্যনির্বাহী সদস্য ফরহাদ কাদির, এবং দিঘলিয়া প্রেসক্লাবের সদস্য কিশোর কুমার দে ও মোঃ রুবেলসহ আরো অনেকে।