ডেস্ক রিপোর্ট ->>
আজ শুক্রবার (২৮ জুলাই) পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই মহাসমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিতে নয়াপল্টনসহ আশপাশের এলাকা সর্বোচ্চ নজরদারিতে রাখবে পুলিশ।
নাশকতা ও বিশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় পল্টনের প্রতিটি ইঞ্চি নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। কাকরাইল,পল্টন, বিজয়নগর ও ফকিরাপুলের প্রতিটি পয়েন্টে চেকপোস্ট থাকবে। একইসঙ্গে আশপাশের অলিগলিতে থাকবে নজরদারি। কোনো কারণে মহাসমাবেশ ঘিরে বিশৃঙ্খলা হলে পুলিশ অভিযান চালাবে। সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের পালানোর রাস্তা রেখে মূল সড়কসহ অলিগলিতে ব্যারিকেড রাখার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।