পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার প্রবীণ আইনজীবী এ্যাডঃ জিএ সবুর এর আইন পেশার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী, আইনজীবী সমিতি বার্ষিক প্রীতিভোজ, কৃতি ছেলে-মেয়েদের সংবর্ধনা ও প্রকাশিত স্মরণিকা সুবর্ণ জয়ন্তী মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ পঙ্কোজ কুমার ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও পাইকগাছা আদালতের সাবেক সিনিয়র সহকারী জজ এসএম কুদ্দুস জামান। বিশেষ অতিথি ছিলেন, খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, খুলনা মহানগর দায়রা জজ শরীফ হোসেন হায়দার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম, বিচারপতি এসএম কুদ্দুস জামান এর সহধর্মীনি মিসেস মোশতারী জামান,
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী, চীফ মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট মমিনুন নেসা, যুগ্ম জেলা ও দায়রা জজ ফয়সাল আল মামুন, মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কাওসার, যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, মনিরামপুরের সহকারী জজ সুজাতা আমিন, পাইকগাছার সহকারী জজ মোরশেদুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম,
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর ও সাবেক সাধারণ সম্পাদক সুকান্ত রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার, অজিত কুমার মন্ডল, সিনিয়র আইনজীবী বিপ্লব কান্তি মন্ডল ও শফিকুল ইসলাম কচি।
চতুর্থ বার জেলার শ্রেষ্ঠ ওসি হলেন রফিকুল ইসলাম