ফুলতলা ( খুলনা) প্রতিনিধি :
খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু সহ তিন জন আহত হয়েছে আহতদের মধ্যে হলেন ফুলতলার চাঁদপুর নিবাসী মোঃ হেদায়েত হোসেন লিটু মোল্লা (৪৮) পিতা মৃত সামাদ দামোদর নিবাসী মোঃ সবুজ ভুঁইয়া (৩২) পিতা মোঃ কামরুজ্জামান নান্নু ভুঁইয়া দামোদর নিবাসী মোঃ নাসিম মোল্লা (৩২), পিতা মোঃ কুদ্দুস মোল্লা সকলেই অভয় নগরের রাজঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন মোস্তাকের চায়ের দোকানে লুডু খেলায় ব্যস্ত ছিলো।
এমন পেছন থেকে এসে এলোপাতাড়ি ভাবে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনলে অবস্থার অবনতি দেখে ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।