ডুমুরিয়া প্রতিনিধিঃ
গত ২ দিনের অতি বর্ষণের ফলে ডুমুরিয়া উপজেলা পরিষদের চত্বর পানির নীচে তলিয়ে গেছে । এরমধ্যে সাবরেজিস্টার, খাদ্য অধিদপ্তর ও সেটেলমেন্ট অফিস চত্বর সম্পূর্ণ ভাবে তলিয়ে গেছে ।
গতকাল বুধবার এ সকল কার্যালয়ে বিভিন্ন এলাকা থেকে কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ে। সাব- রেজিস্ট্রার অজ্ঞু দাস বলেন আমি নিজেই পানির মধ্যে দিয়ে হেঁটে অফিসে ঢুকে কাজ করছি। পানির কারনে অনেক বয়স্ক মানুষ আসতে কষ্ট পাচ্ছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামরুল ইসলাম জানান, হঠাৎ অতি বৃষ্টির কারনে জলাবদ্ধতায় জন ভোগান্তি দেখা দিয়েছে। চত্বরটি মাটি ভরাট করে উচুঁ করা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান জানান, পরিষদের আগামী সভায় প্রস্তাব নিয়ে জরুরী ভাবে চত্বরটিতে ভরাটের কাজ করা হবে ।