১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সর্বশেষ:

প্রধান নির্বাচন কমিশনার

৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার
Facebook
Twitter
LinkedIn

ডেস্ক রিপোর্ট :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, এখনো সম্পূর্ণ ফলাফল আসেনি। ফলে এই সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এর আগে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ভোটগ্রহণের ৭ ঘণ্টায় সারাদেশে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ২৫ শতাংশ, চট্টগ্রাম ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহী বিভাগে ২৬ ও রংপুর বিভাগে ২৬ শতাংশ এবং বরিশাল বিভাগে ৩১ শতাংশ ভোট পড়েছে। কাজী হাবিবুল আউয়াল জানান, ৪০ শতাংশের মতো ভোট পড়েছে।

এই সংখ্যা আরও বাড়তে পারে আবার কমতেও পারে। তিনি জানান, ব্যালটে ভোট হয়েছে। গণনা করে ফলাফল দেওয়া হবে। যদিও সিইসি প্রথমে জানান, ভোট পড়েছে ২৮ শতাংশ। পরে ইসি সচিব তাকে সংশোধন করে দিয়ে জানান, স্যার ৪০ শতাংশ হবে। বেশিও হতে পারে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana