আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান । পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা সার্কলের সহকারী পুলিশ সুপার মীর মহসীন মাসুদ রানা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান ও খন্দকার হুমায়ুন কবির, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা,আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান খন্দকার,ইউপি
চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, ও থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।