সর্বশেষ:

সুন্দরবনের চরপাটা জালে মাছ ধরা

সুন্দরবনের চরপাটা জালে মাছ ধরার পারমিট বন্ধের প্রতিবাদে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সুন্দরবনের চরপাটা জালে মাছ ধরা
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধি :

সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জে চরপাটা জালে মাছ ধরার পারমিট বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে কয়রা উপজেলা সর্বস্তরের জেলে বাওয়ালীরা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কয়রা উপজেলার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন, ইউপি সদস্য রেজাউল করিম কারিম,আবু সাইদ মোল্যা,মুর্শিদা খাতুন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার সানা,কয়রা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সানা,বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আনিছুর রহমান,শেখ নুরুল হুদা,খোদা বক্স গাইন,সমাজসেবক গোলাম মোস্তফা,সুন্দরবনের জেলে মোস্তফা সানা,মোল্যা আক্তারুল ইসলাম,শাহেব আলীসহ শতশত জেলে বাওয়ালীরা উপস্হিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন,বিকল্প কোন কর্মস্থানের ব্যবস্হা না করে কোন কারণ ছাড়াই সুন্দরবন পশ্চিম বনবিভাগের সকল স্টেশনে বিভাগীয় বন কর্মকর্তা চরপাটা জালের পারমিট বন্ধ করে দিয়েছেন। ফলে হাজার হাজার জেলের আয় রোজগার বন্ধ হওয়ায় তারা এখন পথে বসতে শুরু করেছেন। দুর্বিষহ কষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে জেলেরা। সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে পরিবারে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ।

এছাড়া বক্তরা আরও বলেন, সামনে রমজান মাস সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালীদের সুন্দরবনে মাছ ধরা ছাড়া বিকল্প কোনো কর্ম সংস্হানের ব্যবস্হা নেই । তাই অবিলম্বে পুনরায় পারমিট চালুর মাধ্যমে জেলে বাওয়ালীরা যাতে সুন্দরবনে মাছ ধরাতে পারে সেই দাবী জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana