সর্বশেষ:

শিক্ষক পারভেজ হত্যা মামলায় আসামি গ্রেফতার

শিক্ষক পারভেজ হত্যা মামলায় আসামি গ্রেফতার

শিক্ষক পারভেজ হত্যা মামলায় আসামি গ্রেফতার
Facebook
Twitter
LinkedIn

বগুড়া প্রতিনিধি :
অবশেষে বগুড়ার শাজাহানপুরে কলেজ শিক্ষক ও আওয়ামী লীগ নেতা শাহজালাল তালুকদার পারভেজকে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আল আমিন (২৬) ও তন্ময় ওরফে সাব্বির (২৮)। সাব্বিরকে রাজশাহী থেকে গ্রেফতার করে র‍্যাব। আল আমিনকে গ্রেফতার করা হয় বগুড়া শহরের কালিতলা এলাকা থেকে। র‍্যাবের দাবি,গ্রেফতার দুইজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গত ২ সেপ্টেম্বর শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ওই ঘটনায় নিহতের স্ত্রী সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana