বেনাপোল প্রতিনিধিঃ- শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনের ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ,প্রিন্ট মিডিয়া , অনলাইন পত্রিকার সংবাদ কর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ মে ২০২৪ উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে সকাল ১১টার সময় এ প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এর সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিশনার (সহঃ) ম্যাজিট্টেট নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ৷
এসময় শার্শা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ
বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া , অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন ৷
উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসনকে কঠোর বার্তা দিয়ে উপজেলা নির্বাহি অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, মাঠ প্রশাসন উপজেলা নির্বাচনে নির্মোহ এবং নিরপেক্ষভাবে কাজ করবে৷ কোন প্রার্থীর পক্ষে মাঠ প্রশাসন কাজ করবে না এবং কোন চাপের কাছে নতি স্বীকার করবে না ৷
উপজেলা ভূমি কমিশনার (সহঃ) ম্যাজিট্টেট নুসরাত ইয়াসমিন বলেন,‘আমরা এবারও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে কোনো রকমের সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করব না। আমাদের একটাই চাওয়া- নির্বাচনকে সুন্দর করতে হবে। যেখানেই কোনো অনিয়ম হবে, কারচুপি বা অন্যায় কার্যক্রম হবে সেখানে প্রিজাইডিং অফিসার ব্যবস্থা নিতে পারবেন। আপনারা ভোটের দিন যে যেখানে থাকবেন, আইনের স্বপক্ষে সর্বময় ক্ষমতা প্রয়োগ করবেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সুষ্টু করার জন্য কাজ করবেন এবং কোন ভাবেই যেন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা না হয়, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি )মোঃ মনিরুজ্জামান বলেন যাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে তাদের ব্যাপারে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনায় দেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয় ৷
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪
উপজেলার নাম: শার্শা জেলার নাম: যশোর ভোটগ্রহণের তারিখ: ২১ মে ২০২৪
১. মোট ইউনিয়নের সংখ্যা
১১ টি (ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, বেনাপোল, পুটখালী, গোগা, কায়বা, বাগআঁচড়া, উলাশী, শার্শা ও নিজামপুর)
২. পৌরসভা
০১ টি (বেনাপোল পৌরসভা)
৩. মোট ভোট কেন্দ্রের সংখ্যা
: ১০২ টি
৪. মোট বুথ সংখ্যা
৮১৪ টি
৫. মোট ভোটার সংখ্যা
২,৯৯,১১১ জন (পুরুষ-১,৫০,১৯৯ জন, মহিলা-১,৪৮,৯১০ জন, হিজড়া-২)
৬. উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী:
০৪ জন
৭. ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী:
০৪ জন
৮. মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ০৩ জন
৯. দায়িত্বপ্রাপ্ত মোট প্রিজাইডিং অফিসার:
১০২ জন (প্যানেলভুক্ত-১৩৮ জন)
১০. দায়িত্বপ্রাপ্ত মোট সহকারী প্রিজাইডিং অফিসার: ৮১৪ জন (প্যানেলভুক্ত-৮৯৮ জন)
১১. দায়িত্বপ্রাপ্ত মোট পোলিং অফিসার ১৬২৮ জন (প্যানেলভুক্ত-১৭৯৬ জন)