ডেস্ক রিপোর্ট :
ঘূর্ণিঝড় ও বন্যায় লিবিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে কয়েক হাজার মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির উপকূলীয় শহরগুলোর শতাধিক বাড়িঘর ভেঙ্গে গেছে।
এছাড়া দুটি পুরোনো বাঁধ ভেঙে গিয়ে দারনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যায় দারনা শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মঙ্গলবার ১২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বলা হয়,কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানিয়েছেন, তাদের আশঙ্কা বন্যা ও ঝড়ে অন্তত ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া এখনো নিখোঁজ আছেন হাজার হাজার মানুষ।