মোঃপারভেজ খাঁন ইমন, লবনচরা(খুলনা)প্রতিনিধিঃ
১৬ মার্চ শনিবার বিকাল ৫:৩০টায় “রোটারি ক্লাব খুলনা সাউথ বেঙ্গল” এর নিয়মিত সভা ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ জোবায়ের আহমেদ খান জবা’র সভাপতিত্বে হোটেল সিটি ইন এ অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি রোটাঃ ডাঃ মোস্তফা কামাল, পিপি রোটাঃ সৈয়দ হাফিজুর রহমান ও এ্যাড: ফরহাদ হোসেন।
উপস্থিত ছিলেন ক্লাব উপদেষ্টা রোটাঃ ইঞ্জিনিয়ার পিপি মশিউজ্জামান খান, প্রেসিডেন্ট নোমিনি রোটাঃ এস,এম,হাবিব, আই পিপি রোটাঃ আবু ইমরোজ সোহেল, পিপি রোটাঃ ইমরানুল হক মিশা, পিপি রোটাঃ রোমিও হোসেন পিয়াস, পিপি রোটাঃ মাজহারুল আকন্দ জুয়েল, পিপি রোটাঃ আসহাদুজ্জামান সোহাগ, পিপি মনজুর হাসান অপু, ক্লাব সেক্রেটারি হিত্তাদুল আল মাহমুদ পরশ, রোটাঃ এজাজ ইবনে আনোয়ার, রোটাঃ হাসানুল বান্না শিবলী, রোটাঃ এ্যাড: সাহারা ইরানি পিয়া, রোটাঃ ফারহানা পারভিন, রোটাঃ রিপা আকতার, রোটাঃ সুমনা ইসলাম, রোটাঃ নাইম হাসান, রোটাঃ মোস্তাকিম বিল্লাহ মুহিত,রোটাঃ রুমানা মৌ, প্রমূখ।
সভা শেষে মাদ্রাসার হাফেজ এতিম বাচ্চাদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।