খুলনা অফিসঃ
খুলনা জেলার রূপসা উপজেলায় হেলাল মল্লিক(২৬) নামে এক যুবককে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযুক্তরা হলেন বাধাল গ্রামের জাকির মল্লিকের ছেলে সাকিল মল্লিক(৩০), সুমন মোড়ল(১৯), আশেক মোড়লের ছেলে রাতুল মোড়ল(২০)।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, গত ২ এপ্রিল আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের সময় মোটরসাইকেল যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে যাওয়ার সময় বাধাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে তার পথ গতিরোধ করে মারপিট করে।
এসময় নগত ২০ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন মূল্য অনুমান ৫০,০০০/- টাকা নিয়ে যায়।
মারপিটের স্বীকার হওয়া হেলাল মল্লিক এর ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
হেলাল এর শরীরের বিভিন্ন স্থানে মারপিট ও রক্ত জমাট বাধা জখম অবস্থায় এলাকাবাসি তাকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে ঘটনার বিষয় নিয়ে ৬ এপ্রিল রূপসা থানায় অভিযোগ দায়ের করেন হেলাল মল্লিক।