কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামে। ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় সব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটির।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, ঘটনার সময় শনিবার দুপুরের ওই গ্রামের আমির মোল্লার ছেলে স্থানীয় মসজিদের ঈমাম হাফেজ রাজু মোল্লার বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও চাল,ডাল, আসবাবপত্রসহ বসতঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে শেষে য়ায়।
ক্ষতিগ্রস্ত ঈমাম হাফেজ রাজু মোল্লা জানান, ঘটনার সময় তিনি পরীক্ষার ডিউটিতে মোরেলগঞ্জ সদরে ছিলেন। বাড়ি পৌছে দেখেন আগুন লেগে সকল মালামালসহ তার বসতঘরটি পুড়ে শেষ হয়ে গেছে। তার ধারণা বৈদ্যুতিক সসাকিটের মাধমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সব পুড়ে গিয়ে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হওয়ায় পরিবার-পরিজন নিয়ে তিনি সর্বস্বান্ত।