লবনচরা (খুলনা) প্রতিনিধি :
১৩ মার্স বুধবার পবিত্র মাহে রমজানে ২য় ররমজান মেসার্স চাঁদনী ইন্জিনিয়ারিং এন্ড কন্সষ্ট্রাকশন এর পক্ষ থেকে মাথাভাঙ্গা মধ্যপাড়া মোল্লা জামে মসজিদে ইফতারে আয়োজন করা হয়েছে। ধর্মপ্রান মুসলমানদের জন্য প্রতি বছরের মতো এই বছরে ও তিনশত জনের ইফতারের ব্যবস্থা করেছে মেসার্স চাঁদনী ইন্জিনিয়ারিং এন্ড কন্সষ্ট্রাকশন।