সাইফুল ইসলাম ঝিনাইদহ :
মহেশপুরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা হলরুমে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা।
অনুষ্ঠানে অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন ,ইউপি চেয়ারম্যান গোলাম হালদার নান্টু , আবুল কাসেম, জামিরুল, সালাউদ্দিন প্রমুখ। এসময় উপজেলার ৬৬ টি গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হয়।















