বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫৫ পিস ইয়াসহ দুই চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে নাসির উদ্দীন (৫৫) ও মৃত ফরিদের ছেলে আব্দুল করিম (৪০)।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানার কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দীন ও আব্দুল করিমকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।