খুলনা অফিস :
খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে ব্যাংকার-কাষ্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন বিষয় মতবিনিময় সভা ও প্রকাশ্যে ৪% সুদে প্রণোদনা মঙ্গলবার সকাল ১১টায় ব্যাংক চত্বরে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের উপস্থিতিতে ঋণ বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এস এম এ কাইয়ূম মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মাজহারুল ইসলাম, মহাব্যবস্থাপক (দায়িত্বে) বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয় খুলনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, আসলাম হালদার, জাকির হোসেন লিটু।
আবু হাশেম মিয়া বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, খুলনা, মোঃ মিজানুর রহমান উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক,খুলনা। কৃষি ব্যাংক বটিয়াঘাটা শাখার ম্যানেজার শেখ সাজ্জাদ হোসেন সহ আরো অনেকে। পরিশেষে গ্রাহকদের মাঝে স্বল্প সুদে কৃষি প্রণোদনা ঋণ বিতরণ করা হয়।