১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সর্বশেষ:

লিফলেট বিতরণ

ফকিরহাটে নির্বাচন বিরোর্ধী লিফলেট বিতরণকালে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

লিফলেট বিতরণ
Facebook
Twitter
LinkedIn

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে অসহযোগ আন্দোলনের ডাক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণের সময় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার সময়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার সদর উপজেলার পুর্ব সায়ড়া এলাকার আকুল রায়ের ছেলে তাপস কুমার রায় (৪৭) এবং একই জেলার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীন চাকলাদারের ছেলে চাকলাদার হাফিজুর রহমান (৫৫)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে ফকিরহাট উপজেলার সিংগাতী চৌরাস্তা মোড়ে বিএনপি কর্মী তাপস কুমার রায় এবং চাকলাদার হাফিজুর রহমান অসহযোগ আন্দোলনের পক্ষে ও নিবার্চন বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে।

এ তথ্য নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত দুজনই বিএনপির কর্মী। এসময় তাদের নিকট থেকে ৪টি লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদেরকে একটি নাশকতা মামলায় আসামী করা হয়েছে। রোববার সকালে তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। #
এস এম মনি
বাগেরহাট

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana