সর্বশেষ:

পৌরসভা লবণ পানি মুক্ত

পাইকগাছা পৌরসভা লবণ পানি মুক্ত রাখতে তালাবদ্ধ করা হলো সরকারি স্লুুইসগেট

পৌরসভা লবণ পানি মুক্ত
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

এবার পাইকগাছা পৌরসভা এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধে সরকারি ¯øুইচ গেট তালাবদ্ধ করে রাখা হয়েছে। রোববার সকালে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দায়িত্বরত কর্মচারী এরশাদ বয়রা সরকারি স্লুুইচ গেটে তালা লাগিয়ে দেয়। উল্লেখ্য, পৌরসভা লবণ পানি মুক্ত রাখতে পৌরসভা এবং উপজেলা পরিষদের মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকার কোথাও লবণ পানি উত্তোলন না করার সিদ্ধান্ত না থাকলেও এ সিদ্ধান্ত উপেক্ষা করে কতিপয় ব্যক্তিরা শিবেরবাটী সরকারি স্লুুইচ গেট এবং বয়রা সরকারি স্লুুইচ গেট দিয়ে পানি ঢুকিয়ে পৌর এলাকার মধ্যে লবণ পানির চিংড়ি চাষ করে আসছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্প্রতি আইনজীবী ও মানবাধিকার কর্মী এ্যাডঃ এফএমএ রাজ্জাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনী নোটিশ প্রদান করে। এদিকে সর্বশেষ পৌরসভাকে লবণ পানি মুক্ত রাখতে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড থেকে বয়রা সরকারি স্লুইচ গেট তালাবদ্ধ রাখা হয়েছে বলে পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী শাহজালাল জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana