পাইকগাছা প্রতিনিধি
ফিলিস্তিনির শিশু ও নারী সহ বেসামরিক মানুষের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মাসজিদুল আকসা মুক্ত করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাইকগাছা উপজেলা ও পৌরসভা ইমাম পরিষদ।
শুক্রবার জুম্মাবাদ বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করে পৌরসভা মাঠে সমবেত হয় ধর্মপ্রাণ মুসল্লী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ইমাম পরিষদের সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রইসুল ইসলামের সঞ্চালনায় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুর রব, মাওলানা শামসুদ্দিন আহমেদ, আশিকুজ্জামান, গোলাম মোস্তফা, ইব্রাহিম খলিল, মুফতি আহমদ আলী, হাফেজ সাঈদুজ্জামান, মাওলানা আব্দুর রাকিব, গোলাম রব্বানী, আতাউল গণি ওসমানী, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুল ইসলাম, সাকিব রাহাত, জামাল উদ্দিন ফারুকী ও হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।