পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার কপিলমুনির গোয়ালবাথান বাজারে লবণ পানী বন্ধের দাবীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আওয়ামী লীগ নেতা দীপক মন্ডল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আকড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রেজাউল করিম, কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদীপ কান্তি মন্ডল।
সভায় বক্তব্য রাখেন, লোনাপানি আন্দোলন নেতা উদয় শংকর রায়, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন, সাংবাদিক জগদীশ চন্দ্র দে, প্রভাষক কামাল হোসেন, সাংবাদিক কৃষ্ণ রায়, হিমাদ্রী শেখর দে, রনজিত অধিকারী ,শহিদুল ইসলাম, কিনু পাল, শিহাব মোড়ল, মফিজুল ইসলাম, সাইফুল ইসলাম, খায়রুল ইসলাম, সঞ্চয় হালদার, অহিদুল বিশ্বাস, মোকলেছুর রহমান বাবলু ও রায় সমির কুমার।