পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার।
উপস্থিত ছিলেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রভেসর সমরেশ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, এসআই সুজিত, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও শিক্ষক আব্দুল ওহাব।