পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক দিনমজুর ভ্যান যাত্রীর করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যান চালক সহ দু’জন আহত হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের কৃষি কলেজ সংলগ্ন পার্কের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও আহতদের সূত্রে জানাযায়, ঘটনার দিন সকালে লক্ষ্মী খোলা গ্রামের মৃতঃ মান্দার সরদারের ছেলে দিন মজুর মুছাল সরদার (৫৫) ও একই এলাকার মৃত এনতাজ গাজীর ছেলে লিয়াকত গাজী (৫০) বাড়ী থেকে ভ্যান যোগে উপজেলা সদরে যাচ্ছিল।
পথিমধ্যে কৃষি কলেজ সংলগ্ন পার্কের সামনে পৌছালে কয়রা থেকে ছেড়ে আসা দ্রুত গামী ঢাকা মেট্রো-জ-১৪-২৭১৪ নং যাত্রীবাহী বাস ভ্যানে স্বজরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি খাদে পড়ে গেলে ভ্যান চালক লিটন গাজী (২৬) সহ ৩ জন গুরুতর আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে ভ্যান যাত্রী মুছাল সরদার মৃত্যুবরণ করেন বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুজন কুমার সরকার জানান। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মৃতের চাচা নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলা করে।
এ ব্যাপারে থানার ওসি ওবাইদুর রহমান জানান, ঘাটক বাসটিকে জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।