খুলনা অফিসঃ
নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা, ৩৬ লিটার চোলাই মদ, ৫ বোতল ফেন্সিডিল এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে লবণচরা থানার মুজাহিদপাড়া ২নং গলির মোঃ আকরাম হোসেনের পুত্র মোঃ আল আমিন শেখ ওরফে জুম্মান(৩১), খালিশপুর থানার মুজগুন্নী উত্তর পাড়া রেল লাইনের পাশে মোঃ রফিক খাঁনের পুত্র মোঃ সাকিব খাঁন(২০), একই থানার নয়াবাটি মুন্সী বাড়ির সাইফুল ইসলামের পুত্র মোঃ রনি(১৯), বাগেরহাট সরুই পিসি কলেজ রোডের মৃত: আবুল কালাম শেখের পুত্র ডালিয়া আক্তার(৩৭), খুলনা থানার বাগমারা মেইন রোডের সুলতান আহমেদের পুত্র মোঃ আব্দুল আলিম(৪৫), বটিয়াঘাটা থানার ছয়ঘরিয়া গ্রামের মৃত: আবুল কালামের স্ত্রী শ্যামলী বেগম(৫৫) এবং রূপসা থানার রূপসা বাগমারা গ্রামের মোঃ রবিউল শেখের পুত্র মোঃ গোলাম রাব্বি(২৮)।
কেএমপি সূত্র জানায়, গত সোমবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ১৪৭ পিস ইয়াবা, ৩৬ লিটার চোলাই মদ, ৫ বোতল ফেন্সিডিল এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে।