১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সর্বশেষ:

বটিয়াঘাটার সুরখালীতে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বটিয়াঘাটার সুরখালীতে নৌকার বিশাল জনসভা

বটিয়াঘাটার সুরখালীতে
Facebook
Twitter
LinkedIn

তুরান হোসেন রানাঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৯৯, ( দাকোপ-বটিয়াঘাটা) মিলে খুলনা -১ আসনের আ’লীগের দলীয় মনোনীত নৌকার প্রতিকের প্রার্থী সাবেক সংসদ ননী গোপাল মন্ডল বলেছেন, আ’লীগ ক্ষমতায় থাকলে এদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে ।

আ’লীগ সরকার ক্ষমতায় এসে এদেশের মেহনতি মানুষের মৌলিক চাহিদা পূরণে যেমন- খাদ্য,বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঘরে ঘরে বিদ্যুৎ সহ সকল চাহিদা পূরণ করে দেশে ব্যাপক উন্নয়ন করেছে । আগামীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে । আর জন্য তৃণমূল নেতাকর্মীদের অগ্ৰণী ভূমিকা পালন করতে হবে ।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৩ টায় বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়ন আ’লীগের নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে স্থানীয় গরিয়ারডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয় মাঠে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন ।

সুরখালী ইউনিয়ন আ’লীগের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোতাহার হোসেন শিমু’র সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান ।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান’ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়, জেলা আ’লীগের সদস্য মনোরঞ্জন মন্ডল, দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার,দাকোপ আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,

দাকোপ উপজেলা চেয়ারম্যান মনসুর আলী খান , নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল ইসলাম দাকোপ আ’লীগ নেতা অসিত বরণ সাহা, মোঃ আব্দুল কাদের । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ , ইউপি চেয়ারম্যান মোঃ সাব্বির আহমেদ, ইউপি চেয়ারম্যান জিএম মিলন, আ’লীগ নেতা যথাক্রমে,চয়ন বিশ্বাস,মুন্নাফ বিশ্বাস, রবীন্দ্রনাথ সরকার , জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর,মোঃ ওয়াহিদুর রহমান, বিএম মাসুদ রানা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,দাউদ আলী শেখ, শেখ ইব্রাহিম, নাদিম, তেহেরান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana