সর্বশেষ:

দিঘলিয়া উপজেলা

দিঘলিয়া উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

দিঘলিয়া উপজেলা
Facebook
Twitter
LinkedIn

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি—-

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ মার্চ শুক্রবার দিঘলিয়া উপজেলায় পালিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস।

এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিসহ আরো বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মন্জুরুল ইসলাম , দিঘলিয়া থানার এস আই মোঃ হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না এবং সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকারের পাশাপাশি সমাজের সচেতন মহল সহ সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তাছাড়া সাংবাদিক ভাইদেরকেও সজাগ দৃষ্টি রেখে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রচারের মাধ্যমে জনগণ ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারিতে আনতে হবে, তাহলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথ পালনের সুযোগ সৃষ্টি হবে। এক কথায় সকলের সম্মিলিত প্রচেষ্টাতে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সভায় উপস্থিত সকলে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক বৃন্দ, বাজার কমিটির সভাপতি সম্পাদকগণ, স্কাউট, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana