বিশেষ প্রতিনিধি :
খুলনা র্যাব – ৬ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে ।
২৩ ফেব্রুয়ারি ২০২৪ র্যাব-৬, ঝিনাইদহ একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার পলাতক আসামী- মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাশেদ ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যব-৬ এর আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (৪৭), থানা- ঝিনাইদহ সদর, জেলা ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়ে।