খুলনা অফিসঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও শান্তিধাম মোড় এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান কে জরিমানা করেন।
বৃহস্পতিবার(১৪সেপ্টেম্বর২০২৩) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় সহকারী পরিচালক (সংযুক্ত) প্রণব কুমার প্রামানিক এ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে কালে ৫টি প্রতিষ্ঠান কে ৩০,০০০ টাকা অর্থ জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার কর্মকর্তা বৃন্দ উপস্থিত জনতার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা’র সহকারী পরিচালক মোঃ ওয়লিদ বিন হাবিব সহ ক্যাব, খুলনা-এর সদস্য এবং আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তর এর খুলনা বিভাগীয় সহকারী পরিচালক প্রণব কুমার বলেন,জন্স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।