ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা:
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আওতায় গতকাল রবিবার দুপুরে খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ১৩তম কিলোমিটারে খুলনা সড়ক ও জনপথ বিভাগের পক্ষথেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।।
সড়কটি ৪ লেনে উন্নিত করাও বাঁক সোজা করার জন্য এ অভিযান করা হয় বলে জানা যায়। সড়কের জায়গা দখল করে দীর্ধদিন ধরে অবৈধ ভাবে দখলদাররা পাকা স্থাপনা তৈরি করছেন। সড়কের জায়গা ছেড়ে দেয়ার জন্য নোটিশ করার পরেও স্থায়ীভাবে তারা ইমারত তৈরি করার ফলে সড়ককের উন্নয়ন কাজ ব্যহত হওয়ায় এ অভিযান করা হচ্ছে বলে সড়ক ওজনপথ বিভাগের পক্ষথেকে দাবী করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত সড়কওজনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল ওনির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায় বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সব সময় চলমান। সড়ক ওজনপথ বিভাগ আঞ্চলিক এসড়কটির উন্নয়নের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ।
ক্ষতিগ্রস্ত পরিবার এস,এম,সাইফুল আলম বলেন,সকল কাগজপত্র আমাদের পক্ষে। এছাড়া মামলা শেষ না হওয়া পর্যন্ত বিবাদীকে আদালতের পক্ষথেকে স্থিতি অবস্থা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। এব্যপারে নির্বাহী ম্যাজিষ্ট্রট বলেন,কোর্টের কোন সার্টিফাইট কপি বাদী আমাদের দেখাতে পারেনি। আর আদালত থেকেওআমার কাছে কোন নির্দেশনার কাগজ আসেনি।